আমাজন এফিলিয়েট মার্কেটিং বিষয়্ক প্রশ্ন উত্তর ( পর্ব ২)

001 Question from Shiplu Hridoy
কি ওয়ার্ড রিসার্সের জন্য কোন কোন বিষয় গুলো লক্ষ রাখতে হবে। নিশ সিলেক্টের ব্যাপারে কি ওয়ার্ড কিভাবে রিসার্স করবো

001 Answered by Al-Amin Kabir
Well, I'm opening 2 of my secret videos publicly...

1. Keyword Research Basics - https://www.youtube.com/watch?v=wEmUPfWOxo4
2. Keyword Research Like A Boss - https://www.youtube.com/watch?v=wh-x83RwQGI

Watch these two videos and I believe you to get a lot of information to get your keyword research a step ahead...



002 Question from Irtiza Rahman
ভাই, কি-ওয়ার্ড স্পাই এ কি-ওয়ার্ড ভলিউম এবং কি- ওয়ার্ড প্লানার এ ভলিউম এর আকাশ পাতাল তফাত হয় কেন?

002 Answered by Al-Amin Kabir
গুগল অফিসিয়ালি যে ডাটা প্রোভাইড করে (অ্যাডওয়ার্ড টুলের মাধ্যমে) সেগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য। আর অন্যান্য যে সফটওয়্যারগুলো দেয় সেগুলোও বেশিরভাগ ক্ষেত্রে গুগল এপিআইয়ের মাধ্যমে নেয়া। এরপরও তারা নানাভাবে উক্ত ডাটা মডিফাই করে এরপর শো করে।

অন্যান্য টুলের সঙ্গে গুগলের প্রদর্শিত ডাটার কয়েকটি কারণ:

১. গুগল গত ১২ মাসের ফলাফল ১২ দিয়ে ভাগ করে (এভারেজ) শো করে। অনেক সময় কিওয়ার্ড রিসার্স বা স্পাই টুল সেটি না করে কারেন্ট মাসের বা অন্যকোন স্পেসিফিক মাসের ডাটা শো করতে পারে।

২. গুগলে আমরা যখন তথ্য দেখি তখন আমরা লোকেশন 'সিলেক্ট' করি। টুল যখন ডাটা প্রোভাইড করে তখন হয়ত লোকেশনকে গুরুত্ব দেয় না। এ কারণে পার্থ্যক্যটা দেখায়।

ফাইনাল নোট: আমরা সবসময় গুগল ডাটাকেই গুরুত্ব দিয়ে কাজ করবো।

আশা করি আপনি বুঝতে পেরেছেন।


003 Question from Mahbub Osmane
মনে করুন, কি ওয়ার্ড ভুল সিলেকশন করে ৫০% কাজ শেষ, তখন মনে হলো এটা আমার ভুল ছিল, কি করা উচিত?

003 Answered by Al-Amin Kabir
চমৎকার একটা প্রশ্ন।

এ ধরণের একটা সমস্যা আমার ক্ষেত্রেও হয়েছিল। এমন একটি কিওয়ার্ড আমি সিলেক্ট করেছিলাম যে পণ্যটি সাধারণত অনলাইনে খুব কম সেল হয় (মানে সার্চ ভলিউম আছে, বাট কনভার্সন কম হয়, কারণ পণ্যটির দাম কম। আর বায়াররা পণ্যটি কেনার আগে প্রচুর রিসার্স করে। পরবর্তীতে তাঁরা উক্ত পণ্যটি কিনলেও আমার সাইট থেকে আর কিনে না। হয়ত লোকাল কোন স্টোর থেকে কেনে কিংবা আমাজন থেকে সরাসরি কিনে ফেলে। ২৪ ঘন্টা পর কিনলে আমাজন থেকেও আর কমিশন পাওয়া যায় না।)

এ সমস্যাটি সমাধান করতে আমরা উক্ত সাইটে রিলেটেড প্রোডাক্ট প্রমোট করা শুরু করি।

ধরুন: আপনি একটি সাইট তৈরি করেছেন - Indoor Grill নিয়ে। এখন সাইটের কাজ তৈরির পর বুঝতে পারলেন এই নিশ টা আপনি র‍্যাংক করতে পারবেন না কিংবা এই প্রোডাক্ট কনভার্সন হয় খুবই খারাপ।

এরপর আপনি যেটি করবেন -

সিমিলার ২০ টি প্রোডাক্ট তালিকা করবেন এবং সেই প্রোডাক্ট প্রমোট করা শুরু করবেন আগের ঐ সাইটেই। Indoor Grill এর সাইটে আপনি

1. electric griddle
2. Grill Charcoal
3. pellet grill accessories
4. stok grill accessories
5. bbq smoker
5. outdoor kitchen products

ইত্যাদি প্রোডাক্ট প্রমোশন শুরু করতে পারেন।

আপনি গুগল অ্যাডওয়ার্ড টুলের পাশাপাশি SEMRush দিয়েও রিলেটেড এই কিওয়ার্ডগুলো সহজেই খুঁজে বের করতে পারেন। মাত্র ১ মিনিটেই সেটি করা সম্ভব।

আর এরপর কনটেন্ট প্রমোশনের সময় মূল প্রোডাক্ট রিভিউ কনটেন্টগুলোর লিংক বিল্ডিং না করে বরং রিলেটেড প্রোডাক্ট রিভিউয়ের লিংক বিল্ডিং করতে হবে।

কোন কারণে মূল প্রোডাক্ট (এক্ষেত্রে Best Indoor Grill) কিওয়ার্ডে আপনি যদি র‍্যাংক করতে পারবেন না মনে করেন তাহলে উক্ত সাইটে রিলেটেড কিওয়ার্ডগুলোতে প্রচুর কনটেন্ট পাবলিশ এবং প্রমোট করুন। যেমন: Best Indoor Grill Under 100, Best Indoor Grill For Steaks ইত্যাদি।

দেখবেন মূল প্রোডাক্টের চেয়ে রিলেটেড প্রোডাক্টই বেশি সেল হবে। এবং আলটিমেটলি আপনার 'লস প্রজেক্ট'ও সফল প্রজেক্ট হয়ে যাবে!


004 Question from Engr Imdadul Haque Jewel
how to findout easily product list longtail keyword of my niche with minimum 10 search volume ?

004 Answered by Al-Amin Kabir
গুগল অ্যাডওয়ার্ড টুলের মাধ্যমে রিলেটেড প্রোডাক্টগুলোকে সিড কিওয়ার্ড হিসাবে ব্যবহার করেই সেটি বের করা সম্ভব। খুব একটা সময় লাগেনা।

তবে এ কাজের জন্য প্রথমে সিড কিওয়ার্ড লিস্ট তৈরি করে নিতে হবে।

যেমন: আপনার মানি সাইট যদি Indoor Grill নিয়ে হয় তাহলে আপনাকে Indoor Grill এর রিলেটেড প্রোডাক্টগুলোর একটা লিস্ট তৈরি করতে হবে। এই লিস্ট তৈরি করার জন্য আপনি আমাজনের ক্যাটেগরি দেখে সাহায্য নিতে পারেন।

আর যেহেতু কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে কেবল Best + Product Type অথবা Product Name + Review প্যাটার্ন নিয়ে কাজ করি তাই গুগল কিওয়ার্ড প্লানারের 'Keyword To Include' অপশন হতে Best, Review অ্যাড করে নিবেন।

এছাড়া SEMRush হতেও আপনি এই কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন।

http://keywordtool.io/ টুলটিও লংটেইল কিওয়ার্ড খুঁজে বের করার জন্য বেশ হেল্পফুল।


005 Question from Md Arafat Hossain
কী-ওয়ার্ড  সিলেকশন এর ক্ষেত্রে কোন বিষয় /প্যারামিটার গুলো খেয়াল করা জরুরি?

005 Answered by Al-Amin Kabir
আপনি উপরে দেয়া ভিডিও দুইটি দেখুন। ভিডিও দেখলে প্যারামিটারগুলো বুঝতে পারবেন।

আমি এই স্টেপ ফলো করে কিওয়ার্ড রিসার্স করি। এবং নিম্নোক্ত প্যারামিটার মেনে চলি--
- Visit Amazon.com best seller product page: http://www.amazon.com/Best-Sellers/zgbs
- Dive into categories you want to work!
- Build a list of category and product you want to promote (make sure the product last long and you know about it and last but not least, you love to promote the product)
- The product price at least should be 100 $
- Select products that have relevant vertical market (Like Bicycle - Vertical - Helmet / Accessories)
- Look at the categorie's product customer reviews (at least 10, it indicates the product have decent number of customers)
- Don't select the trending most popular products (Like PS 4, iPhone 5, Kindle Fire)
- Select product what are people desperately seeking and really want to spend some money on it!
- Finally build a list of products / Categories following the criteria mentioned above
- Keyword Structure For Better Conversion
- Best/Top Rated + Product Name
- Cheap + Product Name
- Quality + Product Name
- Vs/Or/Compared to
- Product Name + For sale
- Product Name + Review/Reviews
- Bargain + Product
- Best + Product Name + Online
- Best + Product Name + Review
- Best + Product Name + Year
- Buy + Product Name
- Where can i buy + product name
- Product Name + Coupon
- Build a list of keywords following all the criterias
- Minimum Exact Search Volume of 1500 - 5000, Better to have at least 2500 to 3500
- Having lot of long tail keywords having a decent search volume of average 100 to 500
- Having a lot of vertical keywords having a decent search volume of average 100 to 500
- Must have the products available on Amazon (Priced at least 100 $ for main product)
- The search volume should be ever green, have to check it from Google Insight
- Keyword Competition Analysis
- Terms to know: How Google Works, Title, PA, DA, PR, E-Commerce Test, Juice Pages, Page Links, MozRank, Page, Site Age, Week Site
- These are easily outrank-able site
- Do most of the sites use the exact keyword in the Title of their page?
- Lots of root domains are bad.
- I LOVE to see multiple “weak” types of sites ranking: forums, yahoo answers,ezinearticles.com and other article directories, squidoo pages, other niche sites, or other user generated content
- Low PageRank (1 or 0 preferred) combined with low juice page links (30 or less preferred) - at least 2 in top 5!
- Multiple sites with Low Juice Page Links (at least 3 result having below 10 juice pages)
- Low Page Authority is always great to see (at least 2 page below 30 page authority in top 10)
- If top 10 has lots of eCommerce stores listed (amazon, walmart.com, bestbuy, etc), I usually skip – Google tends to rank eCommerce sites better for eCommerce related terms.
- On the other hand, I like to see information type sites (ehow, squidoo, etc) for information based keywords. Or lots of Adsense based sites also tells me I might have potential to rank (if other criteria above is met).


006 Question from Md Al Masud
ভাই লং টেইল প্র এর অনলি প্র ভার্সন এ ত KC দেখায় না, ত এ ক্ষেত্রে কি প্লাটিনাম এ জাওয়াই কি এক মাত্র সমাধান, নাকি KC দেখার অন্য কোন উপায় আছে সুধু প্র ভার্সন এ?

006 Answered by Al-Amin Kabir
এই দুইটা রিসোর্স পড়ে ফেলুন: https://www.wordstream.com/long-tail-keywordshttp://www.wordtracker.com/blog/introduction-to-long-tail-keywords আশা করি লংটেইল কিওয়ার্ড নিয়ে আপনি ধারণা পেয়ে যাবেন


007 Question from Faisal Khan
How important is PR when it comes to keyword research?
Should we target a keyword with 7-10 n/a results in the first page?

007 Answered by Al-Amin Kabir
PR is officially dead! এখন মূলত আমি PA, DA এবং সম্প্রতি Trust Flow, Citation Flow মেট্রিক্সের উপর নির্ভর করা শুরু করেছি।
PR খুব গুরুত্বপূর্ণ না, তবে এরপরও এটিকে সম্পূর্ণ অ্যাভয়েড না করে কিছুটা গুরুত্ব দেয়া যেতেই পারে...


008 Question from Shahitto Mahmud
ভাই সব সিক্রেট ভিডিও ওপেন করে দেন আর রাইখা কি লাভ :P

008 Answered by Al-Amin Kabir
Some people paid me for the classes and videos, and I don't want to make the videos open for everyone. And there is high chance that spammers will attack on my sites as I shared my personal project details with students :)


009 Question from Monjure Moula
কম্পিটিশন এনালাইসিস নিয়ে যদি কিছু বলতেন?

009 Answered by Al-Amin Kabir
আপনি আমার এই ভিডিও টা দেখুন:
https://www.youtube.com/watch?v=wh-x83RwQGI


010 Question from Jannatul Fardhowsi
ভাইয়া অনেক সময় কী ওয়ার্ড রিসার্চ টুল দিয়ে কী ওয়ার্ড এর KC চেক করার সময় আজকে একটা রেসাল্ট দেখাল আবার কালকে সেই কী ওয়ার্ড এর KC চেক করলে আবার আরকে রেসাল্ট দেখায়। ডিফারেন্ট দেখায় কেন?

010 Answered by Al-Amin Kabir
খুবই ভাল প্রশ্ন।
আমরা কমপিটিশন অ্যানালাইসিস যে রেজাল্ট পাই তা গুগল ফলাফলের উপর নির্ভর করে। কোন কারণে যদি গুগলের ফলাফল (সার্চ র‍্যাংকিং ফলাফল) পরিবর্তণ হয় তাহলে কমপিটিশন অ্যানালাইসিস ডাটাও পরিবর্তণ হয়ে যায়।

আবার মাঝে মাঝে Moz বা অন্যান্য কোম্পানি তাদের ডাটাবেজ আপডেট করে। আগে যেই সাইটটার DA হয়ত ২০ ছিল যেটির DA আর ২৫। তাহলে তো কমপিটিশন অ্যানালাইসিস ডাটা পরিবর্তণ হবেই।

তাই নয়কি?


011 Question from ইফতি রহমান
কীওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে শুধু Monthly Search কে বেশি প্রায়োরিটি দেয়া উচিত নাকি Exact Monthly Search কে ? বিগিনারদের কিরকম সার্চ ভলিউম নিয়ে শুরু করা উচিত বলে আপনার মতামত ?

011✔ Answered by Al-Amin Kabir
গুগল এখন কেবল এক্সাক্ট মান্থলি সার্চই শো করে। আর আমাদের কেবল US ট্রাফিক নিয়ে কাজ করতে হয়, তাই সার্চ ভলিউম দেখার সময় কেবল US সিলেক্ট করেই দেখবো।

সাইটের মূল কিওয়ার্ড সার্চ ভল্যুম নতুনদের জন্য ৮০০ থেকে ৩৫০০ এর মধ্যে থাকা উচিৎ বলে মনে করি।

নতুনদের সবসময় উচিৎ কম সার্চ ভলিউম এবং কম কমপিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করা। এবং সাইটে বেশি বেশি কনটেন্ট পাবলিশ করা, এবং বেশি কিওয়ার্ড টার্গেট করে কাজ করা।


012 Question from Syed Rezwanul Haque Rubel
কতগুলো কীওয়ার্ড টার্গেট করা উচিত ?

012 Answered by Al-Amin Kabir
একটা সাইটে আমরা ৪০ থেকে ৫০ টা কনটেন্ট পাবলিশ করি। সুতরাং প্রতিটি কনটেন্টের জন্য ১ টি মেইন কিওয়ার্ড এবং আরও কয়েকটি করে সাপোর্টিং কিওয়ার্ড টার্গেট করি :)
এটাই অন্যদের জন্য স্টান্ডার্ড বলে মনে করি।


013 Question from Ershadul Hoque
ভাই, Keyword Research এর সময় Juice Page link কে কতটুকু গুরুত্ব দেয়া উচিত?

013 Answered by Al-Amin Kabir
কিওয়ার্ড কমিপিটিশন রিসার্সের সময় Juice Link হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এটাকে অ্যাভয়েড করার কোন সুযোগ নেই

+=================++=================+
014 Question from Md Rashel Miah
Which SEO plugin do you recommend to better use keyword? I mean, SEO Yoast plugin supports only one keyword per article/post. How can I post more than one keyword (one main keyword+ some other related keyword) per article?

014 Answered by Al-Amin Kabir
Yoast SEO (Formerly WordPress SEO) plugin.
Here is the complete list of plugin I use on my niche sites:
https://marketever.com/wordpress-plugins-for-amazon-niche-site/


015 Question from Sheikh A R Momin
vai, suppose a person is completely new in this sector. he doesn't have any idea about amazon affiliation and seo. from which section he/she should start his study? will you suggest any links and resources? Thanks...  :)

015 Answered by Al-Amin Kabir
Start with keyword research :)


016 Question from Ariful Islam Þalash
কিওয়ার্ড রিসার্চ করার পর সেই কিওয়ার্ড থেকে টাইটেল কিভাবে তৈরী করলে ভালো হয়?

016 Answered by Al-Amin Kabir
ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে কিওয়ার্ডের পরে বা আগে কিছু মডিফায়ার লাগিয়ে টাইটেল জেনারেট করা যেতে পারে।

ধরো, তোমার কিওয়ার্ড 'Nikon D70 Review', এখন এই কিওয়ার্ড টার্গেট করে আমরা নিম্নোক্ত যেকোন একটি টাইটেল তৈরি করতে পারি।

1. Nikon D70 Review - Does The DSLR Camera Worth The Investment?
2. Nikon D70 Review - Our Favorite DSLR Camera Got Even Better
3. Nikon D70 Review - Best DSLR Camera EVER?
4. Nikon D70 Review - Should You Buy?
5. Nikon D70 Review - Does The Camera Newbie Friendly?
6. Nikon D70 Review - Is It Capable Enough For Pro Photographers?

এইগুলো কেবল মাত্র এক্সামপল হিসাবে দিলাম। এভাবে মডিফায়ার লাগিয়ে টাইটেল জেনারেট করা যেতে পারে। দুমিনিটের চিন্তায় এগুলো মাথায় এসেছে। নিজের রিয়েল প্রজেক্টের জন্য কাজ করলে হয়ত আর ভাল এবং নির্ভূল আইডিয়া আসতো।

ধন্যবাদ তোমার সুন্দর একটি প্রশ্নের জন্য। :)


017 Question from Shahitto Mahmud
একটা আর্টিকেল এর জন্য সর্বচ্চ কয়টি কি-ওয়ার্ড ব্যাবহার করা উচিৎ ? টাইটেল এ কি-ওয়ার্ড ব্যাবহার করলে সমস্যা আছে ? আর্টিকেল এর ভিতরে টেক্সট এ কি-ওয়ার্ড গুলো কয় বার ব্যাবহার করা যায় ?

017 Answered by Al-Amin Kabir
আসলে আমরা একটা কিওয়ার্ডকে টার্গেট করেই কনটেন্ট ডেভেলপমেন্ট করি। এরপর ন্যাচারালি অন্যান্য কিওয়ার্ডের জন্যও র‍্যাংক করে গুগল। এরজন্য আলাদা করে কিছু করতে হয় না। এটলিস্ট আমি করিনা।

Best DSLR Camera Reviews, Best DSLR Camera Review, Top DSLR Camera Reviews, Top DSLR Camera

এই সবগুলো কোয়েরি গুগলে সার্চ করে দেখুন। ফলাফল কাছাকাছি এবং প্রায় একই পাবেন।
এখন আপনি যদি Top DSLR Camera Reviews কিওয়ার্ডটি টার্গেট করে কাজ করেন দেখবেন বাকি কিওয়ার্ডগুলোর জন্যও আপনি ট্রাফিক পাচ্ছেন। আলাদা করে এরজন্য আপনাকে টার্গেটিং করতে হচ্ছে না।

আমরা নিশ সাইটে যেসব কিওয়ার্ড থেকে ট্রাফিক পাই তার ৯৫ ভাগই আমরা টার্গেট করি না, বা না করেই পাই। আর কেবল যেসব কিওয়ার্ড টার্গেট করি সেসব কিওয়ার্ড থেকে পাই ৫ ভাগ ট্রাফিক।
এটি মূলত লংটেইল কিওয়ার্ড ম্যাজিক।
আশা করছি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।



018 Question from Sazzad Rana
which keyword i use on tier 1 and tier 2, main keyword or secondary keyword

018 Answered by Al-Amin Kabir
Tier 1, or Tier 2 তো ব্যাকলিংক প্রসেস। এর সঙ্গে কিওয়ার্ড রিসার্সের খুব একটা সম্পর্ক নেই। লিংক বিল্ডিং করার সময় আমরা রিলেভেন্ট যেকোন কিছু নিয়েই কনটেন্ট লিখতে পারি।


019 Question from Simsan Mallick
Long Tail Pro 3 তে KC দেখতে পাচ্ছি না, কিভাবে দেখব?

019 Answered by Al-Amin Kabir
লংটেইল প্রো তে কেসি দেখার জন্য আপনার লং টেইল প্লাটিনাম সাবস্ক্রিপশন চালু করতে হবে। যেটির জন্য আপনাকে মাসিক ১৭ ডলার চার্জ দিতে হবে।


020 Question from Parvez Hossain
Keyword research এর ক্ষেত্রে বায়িং ইন্টেনশনের উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়ার জন্য কি কি বিষয় সমুহের প্রতি বিশেষ ভাবে নজর দিতে পারি?

020 Answered by Al-Amin Kabir
বায়িং প্যাটার্ন কিওয়ার্ড টার্গেট করার জন্য

Best + Product Type (eg: Best Indoor Grill)
Product Name + Review (EG: Delonghi BG24 Perfecto Indoor Grill Review)

এই দুই প্যাটার্নের কিওয়ার্ড টার্গেট করলে আশা করা যায় আপনি যে ট্রাফিক পাবেন তা বায়িং ট্রাফিক।


021 Question from Nazmul Hasan Majumder
keyword এর ভলিউম কিভাবে দেখব আল আমিন ভাই ?

021 Answered by Al-Amin Kabir
আপনি গুগল কিওয়ার্ড টুল দিয়েই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম দেখতে পারবেন।
আমাজন এফিলিয়েট মার্কেটিং বিষয়্ক প্রশ্ন উত্তর ( পর্ব ২)   আমাজন  এফিলিয়েট মার্কেটিং বিষয়্ক প্রশ্ন উত্তর ( পর্ব ২) Reviewed by Admin on 8:50 PM Rating: 5

1 comment:

  1. লং টেইল প্লাটিনাম টুল কিভাবে কিনব খুব দরকার ভাই। আমার ক্রেডিট কার্ড নাই...।

    ReplyDelete

Powered by Blogger.