আমাজন এফিলিয়েট মার্কেটিং বিষয়ক প্রশ্ন উত্তর ( পর্ব ৫)

001 Question from Mehedy Aziz Khandakar 
ভাইয়া ডোমেইন এ কি-ওয়ার্ড  থাকা কি জরুরী?

001 Answered by Al-Amin Kabir
ডোমেইনে কিওয়ার্ড থাকা বাধ্যতামূলক নয়। তবে ডোমেইনে আপনার প্রোডাক্ট নামটি থাকলে ব্র্যান্ডেবিলিটি পারসপেকটিভ থেকে ভাল হয়। 

যেমন: আপনার কিওয়ার্ড ধরেন Best Spin Bike For Fat People । এখন আপনার ডোমেইনBestSpinBikeForFatPeople.com  হলে কেমন হবে? এটি এক্সাক্ট ম্যাচ ডোমেইন। এই নামটি কি আপনার কাছে কোন ব্র্যান্ড মনে হবে? কোনভাবেই একটা ব্র্যান্ডের নাম এমন হতে পারে? পারেনা... এটি বরং স্প্যামি মনে হচ্ছে...

এই কিওয়ার্ডের জন্য আপনি Spin Bike শব্দদ্বয় রেখে যেকোন একটা সাফিক্স কিংবা প্রিফিক্স বসিয়ে ডোমেইন নাম চূড়ান্ত করতে পারেন। যেমন: SpinBikeLab.com,SpinBikeReview.comSpinBikeGuide.com ইদ্যাদি।

এখানে আমি আমার পছন্দের ডোমেইন নাম সাফিক্স নিয়ে আলোচনা করেছি। দেখে আসতে পারেন:



+=================++=================+
002 Question from Miftahul Islam Tarek 
ভাইয়া, নিশ সাইটে পেইজে তৈরি করার ক্ষেত্রে পেইজে পোস্ট লিখে সেটা পাবলিশ করা উচিৎ নাকি পোস্ট করে সেটা পেইজে রিডাইরেক্ট করা ভালো হয়??

002 Answered by Al-Amin Kabir
 পোস্ট লিখলে পোস্ট আকারেই পাবলিশ করা উচিৎ। পেইজ হিসাবে কেবল 'Home' , About Us, Contact, Privacy Policy এবং Affiliate Disclosure এই কয়টা পেইজই পাবলিশ করা উচিৎ। আর বাকি সব পোস্ট।

 +=================++=================+
003 Question from Shakil Kamran
How to manually: Keyword and competitor analysis. Best to have video tutorial or otherwise please recommend some links or videos on keyword research and competitor analysis manually.

003 Answered by Al-Amin Kabir
ভাই: আমাদের নাসির উদ্দিন শামীম ভাইয়ের এই টিউটোরিয়ালটি দেখতে পারেন: 

কিছু ধারণা পাবেন। 




004 Question from Kazi Babu
কিওয়ার্ড কত ওয়ার্ড সাজেস্ট করেন? ডোমেন অথরিটি বেশি থাকার কারনে কিওয়ার্ড সিলেক্ট করতে পারছিনা। সার্চ ভলিউম ১০০০ এর নিচে থাকলে কি বেশি খারাপ হবে?

004 Answered by Al-Amin Kabir
আসলে কত ওয়ার্ড হবে এমন কোন লিমিটেশন নেই। ওয়ার্ড দিয়ে কিছু যায় আসে না। যায় আসে কমপিটিশন দিয়ে, অলরেডি যারা র‍্যাংকডি আছে তাদের স্ট্রেংথ কেমন।

আর সার্চ ভলিউমের ব্যাপারটাও আসলে নাম্বার দিয়ে লিমিট করার সুযোগ নেই। ১০০০ হাজার সার্চ ভলিউমের কিওয়ার্ডে যাবেন, নাকি ৫০০০ হাজার ভলিউমের কিওয়ার্ডে যাবেন তা কেবল ঐ মেইন কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখেই বলা যাবে না।

বরং মেইন কিওয়ার্ডের ভার্টিকাল কিওয়ার্ডগুলো, প্রোডাক্ট লিস্ট লং টেইল কিওয়ার্ড, রিভিউ কিওয়ার্ড, রিসোর্স কিওয়ার্ড সবগুলো কিওয়ার্ড মিলিয়ে কেমন সার্চ ভলিউম আসছে সেটি মূল ব্যাপার।

আলটিমেটলি একটি কিওয়ার্ড থেকে ট্রাফিক পেলে তো আর ঐ সাইটটা প্রফিটেবল হবে না। আপনাকে প্রচুর রিলেটেড কিওয়ার্ড থেকে ট্রাফিক পেতে হবে সাইটের অন্যান্য পেইজে। তাই অন্যান্য কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কেমন সেটিও দেখা জরুরী। 

+=================++=================+ 
005 Question from Tonmoy Parves
কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কিভাবে আমার এসিও প্রোজেক্ট প্ল্যান করতে পারি? মানে কতদিনে রেংক করবে, কি কি জিনিস আমাকে করতে হবে এইসব... যদি একটা রিয়াল এক্সামপ্ল দিয়ে উদাহরন দিতেন খুবই ভাল হত !

005 Answered by Al-Amin Kabir
এসইও খুবই আনপ্রেডিকটেবল... কোনভাবেই বলার সুযোগ নেই একটা নিশ এক্সাক্ট কতদিনের মাথায় র‍্যাংক করবে...

সাধারণত কোন সাইট ৩ মাসের আগে সার্চ ইঞ্জিনে খুব ভাল পারফর্ম করেনা। 

তবে মোটামুটি একটা আইডিয়া অবশ্য দেয়া চলে।

এই ছবিটা দেখো। সাধারণত ০-১০ কেসি হলে একটা পোস্ট করা এবং কিছু বেসিক কাজ করলেই ১ মাসের মধ্যে র‍্যাংক হয়ে যায়।

কেসি ১০ থেকে ২০ হলে সাধারণত ১ থেকে ২ মাসের মধ্যে র‍্যাংক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। ক্ষেত্র বিশেষে ৩ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

কেসি ২০ থেকে ৩০ হলে ২ থেকে ৪ মাস সময় লাগবে..

৩০ থেকে ৪০ এর ক্ষেত্রে ৪ থেকে ৫ মাস... আর এভাবে কেসি যত বেশি হবে র‍্যাংকিং সময় তত বেশি লাগবে...

এখানে সময় উল্লেখ করলাম খুবই ন্যাচারাল ব্যাকলিংক তৈরি করলে যেমন র‍্যাংক হতে পারে তেমনটা গেস করে। তবে সময়ের হেরফের হবে স্ট্রাটেজির উপর নির্ভর করে।
Image Link: https://goo.gl/NrzirM 

 +=================++=================+
006 Question from Tanvir Alam Tuhin
আমি ওয়েব ২.০ থেকে মানি সাইট এ লিনক দিবো। এখন যে পেজ থেকে লিনক দিবো সেটি আর মানি সাইট এর কন্টেন্ট রিলেভেন্ট হতে হবে। ধরুন, আমার মানি সাইট dell laser printer. এবং ওয়েব ২ হল laser printer. এখন ওয়েব ২ তে laser printer কি-ওয়ার্ড কে টারগেট করে পোস্ট লিখলাম। এবং মাত্র ১ বার dell laser printer ইউজ করে মানি সাইট কে লিনক দিলাম। এটাই কি রিলেভেন্ট হলো? নাকি আমাকে ওয়েব ২ তে dell laser printer কে টারগেট করেই ( keyword: bold, italic, under line, 1% density, h1, h2 etc ) পোস্ট দিয়ে মানি সাইটকে ( dell laser printer) বেক লিনক দিতে হবে?

006 Answered by Al-Amin Kabir
খুব ভাল একটা পয়েন্ট লিখেছেন।

আমার ইচ্ছা ছিল এটি নিয়ে একটা কনটেন্ট লিখে ফেলবো। কিন্তু পরে ভুলে গেছি।

যায় হোক, আপনি যেখান থেকে লিংক নিবেন (তা ওয়েব ২.০ হোক, কিংবা আর্টিকেল ডিরেক্টরি হোক) সেই কনটেন্টের সঙ্গে আপনার মানি সাইটের কনটেন্টের একটা 'টপিক্যাল রিলেভেন্সি' থাকতে হবে...

এখন এই টপিক্যাল রিলেভেন্সির মানে কি? আপনার সাইট যদি 'Dell Printer' নিয়ে হয় তার মানে কেবল 'Dell Printer' রিলেটেড কনটেন্টই কি আপনার জন্য টপিক্যালি রিলেটেড?

না...

প্রিন্টার সংক্রান্ত সবকিছুই আপনার টপিক্যাল রিলেভেন্ট... এমনকি প্রিন্টার কোথায় বেশি ব্যবহৃত হয়? অফিসে.... কি হিসাবে? অফিস ইক্যুইপমেন্ট... তাহলে অফিস ইক্যুইপমেন্ট রিলেটেড কোন কনটেন্ট থেকেও যদি আপনি ডেল প্রিন্টার সাইটে ব্যাকলিংক পান তাহলেও দোষের কিছু নেই।

মূল কথা হচ্ছে আপনি যে কনটেন্ট থেকে ব্যাকলিংক নিবেন, সেখানে কোন না কোনভাবে প্রিন্টার জিনিসটা রিলেভেন্ট হলেই সেটি আপনার জন্য 'টপিক্যাল রিলেভেন্ট' এবং এ সমস্ত জায়গা থেকে আপনি ব্যাকলিংক নিতে পারবেন।

কোন সমস্যা নেই... 

+=================++=================+
007 Question from MD Noman Sarker
ডোমেইন নেম কোন ব্র্যান্ড এর নামে নিলে কি কোন সমস্যা আছে?

007 Answered by Al-Amin Kabir
অবশ্যই সমস্যা আছে। যেকোন সময় তারা ডোমেইন চাইলেই আপনি দিয়ে দিতে বাধ্য। কারণ তাদের নাম ট্রেডমার্ক করা থাকে।

আমার একটা ডোমেইন এর আগে সাসপেন্ড হয়েছে একটা ইনস্যুরেন্স কোম্পানির ট্রেডমার্ক ভায়োলেশনের অভিযোগে...

+=================++=================+
008 Question from Ariful Islam Þalash
 -> একটা নিশ সাইটের স্ট্রাকচার কেমন হওয়া উচিৎ? 

-> আমার পার্সোনাল অভিজ্ঞতা বলে ফন্ট বায়ারের চিন্তা-চেতনায় প্রভাব ফেলে। কি ধরণের ফন্ট ব্যবহার করা উচিৎ বলে মনে করেন? 

-> টেক্সট vs বাটন কল টু অ্যাকশন, আপনার অভিজ্ঞতায় কোনটা বেশি ইফেকটিভ? 

-> নিশ ব্লগের ক্ষেত্রে কি ধরণের নেভিগেশন রাখা উচিৎ? 

প্রশ্ন অনেকগুলো, কিছু নিজের জন্যে, কিছু অন্যের জন্যে লাগতে পারে ভেবে করলাম।

008 Answered by Al-Amin Kabir
ছবিটা দেখো।
Image Link: https://goo.gl/i3i38u 

এটা আমার একটা সাইটের নেভিগেশন এবং স্ট্রাকচার... নিশ সাইটের ক্ষেত্রে এই নেভিগেশনটাই ফলো করা যেতে পারে। আশা করি এইটাই তোমার ১ এবং ৪ নাম্বার পয়েন্টের উত্তর।

ফন্ট ইউজার এক্সপেরিয়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। যেহেতু গুগল সেসব ওয়েবসাইটকেই প্রথম দিকে রাখে যাদের ইউজাররা বেশিক্ষণ সাইটে স্টে করে.. তাই ইউজারকে সাইটে বেশিক্ষণ রাখার চেষ্টা করা জরুরী...

আর এ চেষ্টার জন্য খুব সুন্দর একটা ফন্ট এবং ডিজাইন প্রথম শর্ত। ডিজাইনের পারসপেকটিভ থেকে বলবো Thrive Themes এর কোন থিম ব্যবহার করতে... কিংবা Hooray থিমটাও অসাধারণ।

আর ফন্টের ব্যাপারে Open Sans, Source Sans Pro ফন্ট ফ্যামিলি আমার সবচেয়ে পছন্দ... ফন্ট সাইট অ্যাটলিস্ট ১৭ হলে ভাল। আর টার্গেট ইউজারদের বয়স সহ অন্যান্য ফ্যাক্টর বিবেচনা করে ফন্ট সাইজ এদিক ওদিক হতে পারে...

তোমার কল টু অ্যাকশন বাটন সংক্রান্ত প্রশ্নটা খুব ইন্টারেস্টিং... এটি আমারও জানার খুব আগ্রহ... কিন্তু দু:খজনক হচ্ছে এ প্রশ্নের কোন উত্তর আমার কাছে নেই। কোন বাটন ইফেক্টিভ এটি জানার জন্য অনেকগুলো টেস্ট করতে হবে, যেই টেস্ট করার মত যথেষ্ঠ সময় এবং টুলস আমার কাছে নেই।

কয়দিন আগে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে একটা সাহায্যের পোস্ট দিয়েছিলাম আমার ওয়ালে, খেয়াল আছে? এই এক্সপেরিমেন্টটাই করতে চেয়েছিলাম তখন... এখনও সেটি পেন্ডিংআ আছে। সুতরাং উত্তর - নেই!

+=================++=================+
009 Question from Kazi Babu
নিস সাইটে অ্যামাজন এফিলিয়েট ব্যানার ব্যাবহারের উপকারিতা, অপকারিতা বা জোক্তিকতা সম্পর্কে একটু বলেন। যেমন হেডার, ফুটার বা সাইড বারে ব্যানার বসালে বা সব জায়গায় বসালে কি ক্ষতি হবে?

009 Answered by Al-Amin Kabir
মানুষের সাইকোলজি খুবই অদ্ভুত ধরণের। ওয়েবে এটি আরও অদ্ভুত।

যেসব ব্যানার সাইডবারে, হেডারে বা অন্য কোথাও থাকে, মানুষের স্বভাবতই ধারণা হয় সেগুরো বিজ্ঞাপন... আর মানুষ বিজ্ঞাপনে ক্লিক করতে চায় না...

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে সাইডবার ব্যানার 'জিরো রেজাল্ট' বয়ে আনে। কোনই কাজের না।

কেবল মাত্র কনটেন্টের মধ্যে টেক্সট লিংক, ইমেজ লিংক, এবং বাটন লিংক.. এই তিন ধরণের লিংকই কাজ করে... এবং এটি আমি ফলো করি।

সাইডবারে কেবল রিসেন্ট পোস্ট, বা ফিচারড রিভিউগুলো রাখি... 

+=================++=================+
010 Question from Salim Emran
কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভাল সেল আশা করা যায়?

010 Answered by Al-Amin Kabir
যে ধরণের পণ্য বেশি বিক্রি হয় সে ধরণের পণ্যের কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভাল সেল আশা করা যায়!

+=================++=================+
011 Question from Mohammed Ziaul Haque
If I find a potential keyword that has 1500 search volume with EMD, (.com extension) & another keyword having 2500 search volume but no EMD, considering all other parameters are same, which one should I target for my new affiliate niche site? & why?

011 Answered by Al-Amin Kabir
Definitely second one if all the parameters are same...

EMD doesn't have a big impact on search ranking and there is no point of missing money on the table targeting a lower search volume keyword. 

+=================++=================+
012 Question from মোহাম্মদ কাউছারুল আলম
home page, product review, blog page কোনটা কত word হলে ভাল, সর্বোচ্চ ও সর্বনিম্ন। একটা keyword এর search volume কত হলে সেটা নিয়ে কাজ করা উচিত।

012 Answered by Al-Amin Kabir
এই কনটেন্ট টা ভাল করে পড়ুন। উত্তর তো এখানেই আছে: 

গ্রুপে শেয়ার হওয়া পোস্ট ভাল করে না পড়ে একই বিষয়ে আবার প্রশ্ন করা দু:খজনক....

 +=================++=================+
013 Question from Ziaul Tamim
আমার সব পোস্ট গুলো কি হোম পেজের আন্ডারে থাকা উচিত নাকি আলাদা ক্যাটাগরি করে আলাদা আলাদা পেজে করতে হবে? 

013 Answered by Al-Amin Kabir
না। সবগুলো পোস্ট হোমপেইজের আন্ডারে থাকার কোন যুক্তি নেই। আলাদা আলাদা ক্যাটেগরির অধীনে থাকবে। সাইটের স্ট্রাকচার কেমন হবে সেটি বুঝতে এই ছবিটা দেখুন। আমার একটা নিশ সাইটের স্ক্রিনশট। 
Image Link: https://goo.gl/Gew7JV

+=================++=================+
 014 Question from Kazi Babu
মেইন কিওয়ার্ড প্রতি পোস্টের কোন কোন জায়গায় ব্যাবহার করবো, যেমন হেডিং১, হেডিং২, কনটেন্ট। 

014 Answered by Al-Amin Kabir
এই কনটেন্ট টা মুখস্ত করে ফেলুন। অন-পেইজ নিয়ে আর কোন প্রশ্ন থাকার কথা না..https://marketever.com/on-page-seo-guide/ 

+=================++=================+ 
015 Question from Jyotirmoy Biswas
যদি Main Keyword "Best Shoe For Cross Training " হয়। তবে এই Keyword কে কীভাবে আমার সাইট আ ব্যাবহার করব ? এই Keyword টার্গেট করেও কি content দেওয়া লাগবে ?

Other keyword যেমন product list long tail keyword, Related product keyword, Product review keyword, Resource Keyword ইত্যাদি এর জন্য যেমন আলাদা আলাদা content publish করতে হবে Main Keyword এর জন্য কি একই মেথড আনুসরন করতে হবে। যদি তাই হয় তবে Main Keyword এর content structure kemon hobe এবং সাইট এর position kemon hobe (home page a sticky আবস্থায় বা specific kono page হিসেবে )

Main Keyword এর মিনিমাম search volume কত থাকা উচিত এবং অন্যান্য keyword বাছাই করার জন্য যে term (Low Competition) গুলো মেনে চলা হয় সেই একই term মেনে Main Keyword বাছাই করা লাগবে ?

015 Answered by Al-Amin Kabir
কনটেন্টের ফরম্যাট কেমন হবে তা জানতে এইটা পড়ুন:

সবগুলো পয়েন্টই স্পষ্ট করে লেখা আছে।

আর নিশ সাইটের হোমপেইজ স্ট্যাটিক থাকলেই ভাল। বাকি কনটেন্ট ক্যাটেগরির অধীনে থাকবে।

মূল কিওয়ার্ডের সার্চ ভলিউম ৮০০ থেকে ৫ হাজারের মধ্যে থাকলেই হবে... আর বাকিগুলো সর্বনিম্ন ৩০ (৫০+ প্রিফারড) থেকে মানি সাইটের কিওয়ার্ড সার্চ ভলিউম পর্যন্ত :D 

 +=================++=================+
016 Question from Kazi Aminul Islam Rahat
ভাই কিওয়ার্ড প্লানার এর হাই লো মিডিয়াম দিয়ে কি বুঝায়ে. এক এক টিউটোরিয়াল এ এক একটা বলে.আর আমাদের কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে বিগেইনারগন সেইফ থাকবেন.

016 Answered by Al-Amin Kabir
গুগল কিওয়ার্ড প্লানার মূলত অ্যাডভার্টাইজারদের জন্য তৈরি করা একটি টুল। এটি দেখায় কোন নির্দিষ্ট কিওয়ার্ড বিজ্ঞাপনদাতদের কি পরিমাণ কমপিটিশন রয়েছে। কতজন বিজ্ঞাপনদাতা ঐ একই কিওয়ার্ডে নিজেদের বিজ্ঞাপন শো করতে চাইছেন।

আমরা যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য গুগল কিওয়ার্ড টুলটি ব্যবহার করি তারা ঐ কমপিটিশন না দেখলেও চলে। ওটি আমাদের জন্য নয়। 

+=================++=================+
017 Question from মনির হুসাইন
 Al-Amin Kabir ভাই অনেক ধন্যবাদ আপনাকে Ask Me Anything About সেশনটি পুনরায় করার জন্য। আমার বেশ কিছু প্রশ্ন যা এতদিন ধরে মনের ভিতরে জমা ছিল তাই সুজুগ পেয়ে একসাথে অনেকগুলা প্রশ্ন করলাম । আশা করি আপনার ফ্রি সময়ে উত্তরগুলি দিবেন।

১। কিভাবে সঠিকভাবে ইনডেস্ক করতে হয়?

২। ইনডেস্ক এর জন্য কোন প্রক্রিয়াটি ভাল? পেইড না ফ্রি?

৩। শুধু হোম পেজের আরটিকেল দিয়েই কি ইনডেস্ক করা যাবে? কোনটি ভাল, ৪-৫ টি আরটিকেল সাবমিট করার পর নাকি হোম পেজের আরটিকেল?

৪। অ্যাংকর টেস্কট কি কিওয়ার্ড রিলেটেড হয় নাকি রেনডম হয়? যেমনঃ

– keyword research tips – keyword research guide – keyword research or

-Why 95% of Marketers Are Doing Wrong Keyword Research?

৫। আরটিকেল এ কত % অ্যাংকর টেস্কট ও কত % কি-ওয়ার্ড ব্যাবহার করা উচিত?

৬। কম্পেয়ার টেবিল এ যে ডাটা যুক্ত হয় তা কি মেনুয়ালি করতে হয় নাকি কোন প্লাগিন্সের মাধ্যমে অটোমেটিকালি অ্যামাজন থেকে করা হয়। যদি প্লাগিন্স দিয়ে করা যায় তাহলে কি ঐ প্লাগিন্স প্রতিবার পেজ রিলোড এর সময় অ্যামাজন থেকে অটোমেটিকালি সর্বশেষ তথ্য আপডেড করে? ৭। প্রতিটা প্রোডাক্ট রিভিউ এর জন্য কি কম্পেয়ার টেবিল ব্যাবহার করা যাবে? নাকি শুধু হোম পেজ এর জন্য।

৮। ৪০১ পেজ কিভাবে কোথায় তৈরি করতে হয়? এটি কতটুকু প্রয়জনিয়?

017 Answered by Al-Amin Kabir
১। কিভাবে সঠিকভাবে ইনডেস্ক করতে হয়?

উত্তর: আসলে আপনার ওয়েবসাইট যখন লাইভ হবে, কনটেন্ট পাবলিশ থাকবেম রোবট.টিএক্সটি ফাইল গুগল রোবটকে যখন অ্যালো করবে সাধারণত অটোমেটিকালি আপনার ওয়েবসাইট ইনডেক্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে নিয়ম হচ্ছে আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন, তখন অবশ্যই ঐ ওয়েবসাইটের জন্য একটি Robot.txt ফাইল এবং Sitemap.xml ফাইল তৈরি করবেন।

যারা টেকনিক্যালি সাউন্ড না তাঁরা YOAST SEO প্লাগিনটি ব্যবহার করলেই পারেন। এই প্লাগিন আপনার উপরের সবগুলো কাজ নিজ থেকেই করে দিবে। এরপর আপনার কাজ হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুলসে একটি অ্যাকাউন্ট করা, এবং সেখানে আপনার তৈরি করা সাইটম্যাপ সাবমিট করা। সাইটম্যাপ সাবমিট করার পরপরই গুগল আপনার ওয়েবসাইটকে ইনডেক্স করে ফেলবে।

আর আপনি আরও দ্রুত ইনডেক্স করাতে চাইছে গুগল ওয়েবমাস্টার থেকে Fetch As Google অপশনটি ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন তা এই ভিডিওতে দেয়া আছে: https://www.youtube.com/watch?v=BaxjJ1oPazY

২। ইনডেস্ক এর জন্য কোন প্রক্রিয়াটি ভাল? পেইড না ফ্রি?

নিজের সাইটকে ইনডেক্স করানোর জন্য উপরের প্রক্রিয়াটি সবচেয়ে ভাল। তবে ব্যাকলিংক ইনডেক্স করানোর জন্য আপনাকে মাঝে মাঝে বিকল্প কিছু পদ্ধতি ব্যবহার করতে হতে পারে।

যেমন: আপনাকে লিংক তৈরির পর সেটি পিং করতে হতে পারে। Pingomatic.com এর মাধ্যমে গুগলে লিংক পিং করা যায়।

আবার অনেক সময় প্রিমিয়াম অনেক ইনডেক্সিং সফটওয়্যার আছে, যেমন: Linkicious.com, এদের সার্ভিসও ব্যবহার করতে পারেন।

আপনার টোটাল নাম্বার অব লিংকের ইনডেক্সিং ইস্যু এবং স্ট্যাটাসের উপর নির্ভর করছে আপনি কোন পদ্ধতি ব্যবহার করবেন সেটির স্ট্যাটাস।

৩। শুধু হোম পেজের আরটিকেল দিয়েই কি ইনডেস্ক করা যাবে? কোনটি ভাল, ৪-৫ টি আরটিকেল সাবমিট করার পর নাকি হোম পেজের আরটিকেল?

উত্তর: হোমপেইজের আর্টিকেল দিয়েই ইনডেক্স করানো যাবে। সবচেয়ে ভাল হয় আপনি যদি ৭/৮ টি কনটেন্ট পাবলিশ করার পর ইনডেক্স করেন। এটিই বেস্ট প্র্যাকটিস। এরপর নিয়মিত কিছু কনটেন্ট পাবলিশ করে গেলেই হবে।

৪। অ্যাংকর টেস্কট কি কিওয়ার্ড রিলেটেড হয় নাকি রেনডম হয়? যেমনঃ

উত্তর: অ্যাংকর টেক্সট র‍্যান্ডম রাখাই ভাল। খালি এটি খেয়াল রাখবেন কোন নির্দিষ্ট অ্যাংকর টেক্সট যেন ১০/১৫ শতাংশের বেশি না হয়।

Example -1

ধরুন আমার মূল কিওয়ার্ড - Best Pack and Play 

এখন লিংক বিল্ডিং করার সময় আমি নিম্নোক্ত ভ্যারিয়েশনগুলো নিয়ে কাজ করতে পারি:

Best Pack and Play Best Pack N Play Best Pack & Play Pack and Play Pack N Play Pack & Play Top Rated Pack and Play Pack and Play Review Pack n Play Review Pack & Play Review Pack and Play Reviews Pack n Play Reviews Pack & Play Reviews Pack and Play Guide Pack n Play Guide Pack & Play Guide Pack And Play Guide

.com/, PackAndPlayGuide.biz  http://packandplayguide.biz/

Baby Products kid product kid gaming devices

Click Here Website Find Here Visit Now Buy Now

দেখেছেন কিভাবে অ্যাংকর টেক্সট ভ্যারিয়েশন তৈরি করা হয়েছে। চলুন আরও একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখে নেয়া যাক।

ধরুন আমার কিওয়ার্ড Best Hunting Knife। এখন অ্যাংকর টেক্সট হিসাবে নিম্নোক্ত ভ্যারিয়েশন ব্যবহার করতে পারি।

- Best Hunting Knife - Hunting Knife - Hunting Blog - Adventure Blog - Wild Life Blog - Fishing Blog - Travel Blog

- Exact Match KW Anchor -

Best Hunting Knife Best-Hunting-Knife Best Hunting-Knife Top Rated Hunting Knife Top Rated Hunting-Knife Cheap Hunting Knife Top Rated Hunting Knife In The Market  Top Rated Hunting Knife Comparison

- Partial Match Keyword Anchor -

Hunting Knife Knife

- Domain Brand KW Anchor -

Hunting Knife Guide Hunting-Knife Guide

- Domain Name Keyword Anchor -

(এখানে কল্পিত একটি ডোমেইন নাম ধরে নেয়া হয়েছে)


- Naked URL Anchor -


- Industry Keywords Anchor -

Hunting Adventure Traveling Hunting Guide Hunting Safety

- Generic Keyword Anchor -

Click Here Website Official Link Link Visit Now More Information Click-Here Web site Official-Link Links Visit-Now More-Information

৫। আরটিকেল এ কত % অ্যাংকর টেস্কট ও কত % কি-ওয়ার্ড ব্যাবহার করা উচিত?

উত্তর: উপরে এক্সামপলের মাধ্যমে উত্তর দেয়া হয়েছে।

৬। কম্পেয়ার টেবিল এ যে ডাটা যুক্ত হয় তা কি মেনুয়ালি করতে হয় নাকি কোন প্লাগিন্সের মাধ্যমে অটোমেটিকালি অ্যামাজন থেকে করা হয়। যদি প্লাগিন্স দিয়ে করা যায় তাহলে কি ঐ প্লাগিন্স প্রতিবার পেজ রিলোড এর সময় অ্যামাজন থেকে অটোমেটিকালি সর্বশেষ তথ্য আপডেড করে?

উত্তর: অথোরিটি আজন থিম অটোমেটিক্যালি ডাকা আমাজন থেকে নিয়ে আসে। বাকি সব প্লাগিন দিয়ে ম্যানুয়ালি ডাটা ইমপোর্ট এবং আপলোড করতে হয়।

৭। প্রতিটা প্রোডাক্ট রিভিউ এর জন্য কি কম্পেয়ার টেবিল ব্যাবহার করা যাবে? নাকি শুধু হোম পেজ এর জন্য।

উত্তর: আপনি ‘Product List Long Tail’ কিওয়ার্ডগুলোর জন্য কমপারিজন টেবিল ব্যবহার করতে পারেন। রিভিউ কনটেন্ট যেহেতু একটি নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে তাই এক্ষেত্রে কমপারিজন টেবিল ব্যবহার না করলেও চলবে।

৮। ৪০১ পেজ কিভাবে কোথায় তৈরি করতে হয়? এটি কতটুকু প্রয়জনিয়?

উত্তর: এগুলো টেকনিক্যাল ব্যাপার। আপনার চিন্তা না করলেও চলবে।

আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।

+=================++=================+
018 Question from Faisal Khan
How is this theme in your opinion? http://themonic.com/iconic-one-pro/

018 Answered by Al-Amin Kabir
ভালোই মনে হলো। লুক টা ক্লিন আছে।  রিসেন্টলি এই থিম টা পেয়েছি। খুবই ভাল। ফ্রি। এটি ব্যবহার করা যেতে পারে। https://generatepress.com/ 

+=================++=================+
019 Question from MD Raiyan Sohan
 vai ami hosting ki unlimited nebo na 2 gd disk space hole o cholbe and jekono theme use kora ki jai naki amazon er jonno kono perfect theme neye kaz korte hoi .tnx bro

019 Answered by Al-Amin Kabir
১ জিবি স্পেসই এনাফ। আনলিমিটেড জায়গার কোন দরকারই নাই। 

+=================++=================+
020 Question from Barkey Imam Zahid
ভাই কিওয়ার্ড আগে না নিশ আগে? আর্থাৎ কোনটা আগে নির্বাচন করা উচিৎ?

020 Answered by Al-Amin Kabir
সিড কিওয়ার্ড নির্বাচন আগে। আর সিড কিওয়ার্ড নির্বাচন করতে গেলেই আপনি কোন নিশে কাজ করবেন এটি নির্বাচন করতে হবে।

এরপরই আসবে কিওয়ার্ড রিসার্স এবং কমপিটিশন অ্যানালাইসিসের ব্যাপারগুলো।
+=================++=================+
021 Question from Sohel Piash
কিওয়ার্ড রিসার্চ এর জন্য ফ্রি টুল কোনটা সবচেয়ে ভাল হবে । 

021 Answered by Al-Amin Kabir
গুগল অ্যাডওয়ার্ড টুলস দিয়ে রিসার্স। এরপর MozBar ডাউনলোড করে ম্যানুয়ালি কমপিটিশন অ্যানালাইসিস করলেই চলে।
আমাজন এফিলিয়েট মার্কেটিং বিষয়ক প্রশ্ন উত্তর ( পর্ব ৫) আমাজন এফিলিয়েট মার্কেটিং বিষয়ক প্রশ্ন উত্তর ( পর্ব ৫) Reviewed by Admin on 8:54 PM Rating: 5

1 comment:

  1. acca ekta amazon affiliate nishe website er modde to mul uddesso hocce products sell kora,,ami notun hisebe jante caiteci content guno website er kotha likhte hbe..

    ReplyDelete

Powered by Blogger.