প্রশ্ন: লেডিস আইটেম নিশ হিসেবে নিলে কি ভাল রেস্পন্স পাওয়া যাবে ?

যে কোন ধরনের লেডিস আইটেম নিশ হিসেবে নিলে কি ভাল রেস্পন্স পাওয়া যাবে ? কিছু দিন আগে আমাদের দেশীয় একজন ই-কমার্স মালিকের সাথে কথা বলে বুঝলাম লেডিস আইটেমে তেমন অর্ডার পাওয়া যায় না। এই জন্যই জানতে চাওয়া। 


খুবই ভালো একটি বিষয়ের প্রতি আপনি দৃষ্টি আকর্ষন করেছেন... আমাদের দেশে এখনও নারী অনলাইন ক্রেতা খুজে পাওয়া মুশকিল হবে... কিন্তু আমেরিকায় পুরুষের তুলানায় নারী ক্রেতাই অনলাইনে বেশী দেখা যায়.. 

বিশেষ করে কোন কিছু কেনার আগে ঐ প্রোডাক্ট সম্পর্কে রিভিউ এবং বিভিন্ন ইনফরমেশন কিন্তু নারী ক্রেতারাই বেশী খুজে থাকেন... 

গ্রোসারি, হাউজহোল্ড বা বিউটি টাইপের যেকোন আইটেম অনলাইনে ক্রয় করতে কিন্তু নারী ক্রেতারাই মূল ডিসিশন মেকার...

ইন্টারেষ্টিং হলো.. প্রায় ৪৬% ছেলেদের/পুরুষদের আইটেম ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু তাদের নারী সঙ্গীদের ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট প্রভাব থাকে..!!

আরো একটা ইন্টরেষ্টিং তথ্য হলো সমস্ত আমেরিকার প্রায় ৭৫% সম্পদ কিন্তু ৪৫+ বয়সের মহিলাদের দখলে... এবং এই গ্রুপের মহিলারাই কেনা-কাটায় বেশী প্রভাব রাখে... 

শুধুমাত্র মহিলাদের পোশাক-আশাকই কিন্তু একমাত্র লেডিস আইটেম নয়... মহিলারা যে সমস্ত জিনিস ক্রয় করে থাকেন সেগুলোকেও কিন্তু লেডিস নিসের অন্তর্ভুক্ত করতে পারেন... যেমন: এমাজনে এফিলিয়েটদের জন্য সুপারহট কিছু নিস ক্যাটাগরির মধ্যে অন্যতম- হোম এন্ড কিচেন, বিউটি এবং অন্যান্য হাউজহোল্ড আইটেম গুলোও কিন্তু লেডিস নিস আইটেম হিসেবে অন্তর্ভুক্তকরতে পারেন....

তবে ফ্যাশন এবং অন্যান্য দামী মহিলাদের উপকরণ কিন্তু তারা সরাসরি দেখেই কিনতে পছন্দ করেন... 

ইকমার্স ক্রেতাদের বায়িং বিহেবিয়র বিষয়ে এসি.নেইলসন নামে বিখ্যাত একটি কনসাল্টিং প্রতিষ্ঠানের বিশদ রিপোর্ট রয়েছে যেটি পাবলিকলি এভেইলেবল নয়... 


তবে এই লিংকে গিয়ে একটি ধারণা নিতে পারেন : http://www.dmn3.com/dmn3-blog/what-you-should-know-about-the-boomer-woman-and-e-commerce

তাছাড়া এমাজনে একটি ই-বুক রয়েছে ২৫ ডলার দাম:
প্রশ্ন: লেডিস আইটেম নিশ হিসেবে নিলে কি ভাল রেস্পন্স পাওয়া যাবে ? প্রশ্ন: লেডিস আইটেম নিশ হিসেবে নিলে কি ভাল রেস্পন্স পাওয়া যাবে ? Reviewed by Admin on 9:44 PM Rating: 5

1 comment:

Powered by Blogger.