আমাজন এফিলিয়েট কমিশন রেট কত ?


আমাজন এফিলিয়েট কমিশন রেট
আমাজন এফিলিয়েট কমিশন রেট

আমাজন অ্যাফিলিয়েট মার্কেটারদের তার সেলসের উপর ভিত্তি করে কমিশন দেয়। আপনি যত বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন (যত ডলারের না, যত বেশি প্রোডাক্ট) আপনার ইনকাম তত বাড়তে থাকবে।

যারা আমাজনে কাজ শুরু করতে চান তাঁরা একটু এখান থেকে দেখে নিন কতগুলো করে প্রোডাক্ট সেল করলে কত কমিশন পাওয়া যাবে।

  • পণ্য বিক্রির পরিমাণ  | কমিশন %         
  • ১ - ৬  |  ৪ %
  • ৭ - ৩০ | ৬ %
  • ৩১ - ১১০ | ৬.৫ %
  • ১১১ - ৩২০ | ৭ %
  • ৩২১ - ৬৩০ | ৭.৫%
  • ৬৩১ - ১৫৭০ | ৮ %
  • ১৫৭১ - ৩১৩০ | ৮.২৫%
  • ৩১৩১ + | ৮.৫০ %

যে প্রশ্নগুলো মাথায় আসতে পারে:

প্রশ্ন: একবার প্রোডাক্ট বিক্রি করলেই হবে?

উত্তর: না, আমাজন প্রতিমাসে আপনার বিক্রিত পণ্যের পরিমাণের উপর নির্ভর করে কমিশন দিবে। সুতরাং কমিশন রেট সর্বোচ্চ রাখতে প্রতিমাসেই আপনাকে ডেডিকেটেডলি কাজ করতে হবে।

প্রশ্ন: মাসের শেষ নাগাদ যদি আমি টার্গেট রিচ করি তাহলে কি হবে?

উত্তর: আপনি মাসের একেবারে শেষ তারিখেও যদি নতুন টার্গেট (একটি স্পেসিফিক নাম্বার অব প্রোডাক্ট সেল করেন) তাহলে ঐদিনই আপনার কমিশন রেট বাড়িয়ে দেয়া হবে। এমনকি মাসের প্রথমে আগের কম সেলসগুলোর জন্য কম পার্সেন্টেজ পেয়েছিলেন যেগুলোতে, সবগুলোর পার্সেন্টেজই বাড়িয়ে দেয়া হবে।

প্রশ্ন: সব প্রোডাক্টের জন্য একই কমিশন রেট প্রযোজ্য?

উত্তর: জ্বি না। আপনি ইলেকট্রনিক্স এবং অফিস প্রোডাক্ট ক্যাটেগরির পণ্যের জন্য মাত্র ৪% কমিশন পাবেন। আপনার কমিশন Tier যদি ৮.৫%ও হয় তবুও এই দুই ক্যাটেগরির পণ্যের জন্য আপনাকে ৪% এর বেশি পার্সেন্টেজ দেয়া হবে না। তবে অন্য সব প্রোডাক্টের ক্ষেত্রে এই কমিশন প্রযোজ্য।
আমাজন এফিলিয়েট কমিশন রেট কত ? আমাজন এফিলিয়েট কমিশন রেট কত ? Reviewed by Admin on 9:33 PM Rating: 5

No comments:

Powered by Blogger.