ওয়ার্ডপ্রেস ইনষ্টল করার ভালো পদ্ধতি কি?

Image result for wordpress

প্রশ্ন :: ওয়ার্ডপ্রেস ইনষ্টল করার ভালো পদ্ধতি কি ?
-------------------------------
ওয়ার্ডপ্রেস সেটাপ/ইনষ্টল করার জন্য আপনার স্কিল অনুযায়ী দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন

অপশন-১ : যারা তুলনামূলকভাবে নতুন তাদের জন্য সিপ্যানেল এর ওয়ার্ডপ্রেস অটো ইনষ্টলার যেমন fantastico, softaculous ইত্যাদি ব্যবহার করে করতে পারেন

অপশন-২ : যারা একটু এক্সপার্ট তাদের জন্য সিপ্যানেল এর PHPMyAdmin/MySQL এ গিয়ে প্রথমে ডাটাবেজ ক্রিয়েট করতে হবে তারপর sFTP/FTP অথবা File Manager দিয়ে লেটেষ্ট ওয়ার্ডপ্রেস আপলোড করতে হবে। 

[sFTP কি ? sFTP হলো FTP এর চাইতে সিকিউরড ব্যবস্থা, সাধারণত ওয়ার্ডপ্রেস অপটিমাইজড ওয়েব হোষ্টিং প্রোভাইডাররা অনেক ক্ষেত্রে sFTP ব্যবহার করতে বাধ্য করেন ]

দুই পদ্ধতির পার্থক্য কি?
--------------------------------
প্রথম পদ্ধতিতে আমরা থার্ড পার্টির সহায়তা নিচ্ছি ওয়ার্ডপ্রেস সেটাপ/ইনষ্টল করার জন্য এক্ষেত্রে তাদের কাছে আমাদের গুরুত্বপূর্ন তথ্য যেমন ডাটাবেজ/এডমিন এর লগিন ডিটেইল সহ কিছু তথ্য থেকে যাচ্ছে.. যদিও অটো ইনষ্টলার fantastico, softaculous বেশ রিলায়েবল এবং নামি দামি তথাপি অনেক সিকিউরিটি এক্সপার্টগন থার্ড পার্টির সহায়তায় ওয়ার্ডপ্রেস সেটাপ/ইনষ্টল করার পক্ষপাতি নয় এবং ব্যাক্তিগতভাবে আমিও অটো ইনষ্টলার ব্যবহার করি না।

অবশ্যকরণীয় :
--------------------------------
- ওয়ার্ডপ্রেস সেটাপ/ইনষ্টল করার সময় ডাটাবেজ এবং এডমিন এর পাসওয়ার্ড একটু ষ্ট্রং করে দিন ।
- ডাটাবেজ এর টেবিল প্রি-ফিক্স হোষ্টিং ভেদে সাধারণত wpxx_ এই ধরণের থাকে, টেবিল প্রিফিক্সটি চেঞ্জ করে দিন যেমন myxx_ এখানে myxx এর পরিবর্তে যেকোন letter বা number ব্যবহার করতে পারেন ।

ওয়ার্ডপ্রেস সেটাপ/ইনষ্টল করার পর পরই ডাটাবেজ পারফরমেন্স টিউনিং
---------------------------------
অনেকেই হয়তো জানেন, ওয়ার্ডপ্রেস সাধারণত যেকোন পোষ্ট/পেজ কে যতবার রিভিশন/আপডেট করা হয় ততবারই ডাটাবেজ এ সেভ করে থাকে যে কারনে কারও ওয়েব সাইটে ৩০ টি কন্টেন্ট থাকলেও প্রতিটি কন্টেন্ট যদি ১০ বার করে রিভিশন/আপডেট করা হয় তাহলে ডাটাবেজ এর টেবিলে আসলে ১০ গুন বেশী জায়গা দখল করে রাখবে, এক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের মূল ফাইলগুলোর মধ্যে wp-config.php খুজে বের করুন এবং নীচের এই কোডটি শুধু বসিয়ে দিন : 
define('WP_POST_REVISIONS', false);
তাহলে ওয়ার্ডপ্রেসের ডাটাবেজে কোন রিভিশন/আপডেট আলাদাভাবে জমা থাকবে না এবং এতে আপনার সাইটের পারফমের্ন্স বেটার হবে ।
By Raaz Bhuiyan
ওয়ার্ডপ্রেস ইনষ্টল করার ভালো পদ্ধতি কি? ওয়ার্ডপ্রেস ইনষ্টল করার ভালো পদ্ধতি কি? Reviewed by Admin on 9:34 PM Rating: 5

No comments:

Powered by Blogger.